নয়াদিল্লি: দেশজুড়ে বিমানবন্দরের সংখ্যা বাড়ছে। পাল্লা দিয়ে বৃদ্ধি পেয়েছে বিমানযাত্রীর সংখ্যাও। কিন্তু বিমানভাড়া ঊর্ধ্বমুখী। যাত্রী স্বার্থে ভাড়া কমানোর দাবি উঠছে। এই পরিস্থিতিতে মুখ খুলল কেন্দ্র। মোদি সরকারের অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়ে দিলেন, সরকার বিমান ভাড়া নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করতে পারে না। সরকারের সেই উদ্দেশ্যও নেই। বাজার বা সংশ্লিষ্ট ক্ষেত্রকেই এব্যাপারে সুরাহার পথ বের করতে হবে। পাশাপাশি, দেশের বিমানক্ষেত্রের প্রসারের কথাও জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে মন্ত্রী ‘আকাশ এয়ার’-এর আত্মপ্রকাশের কথা তুলে ধরেছেন।






