প্রিয়াশ্রী খাঙ্গার, ১৪ ডিসেম্বর: গোটা দেশজুড়ে ইতিমধ্যেই জাঁকিয়ে শীত পড়েছে। আর শীতকাল মানেই পিকনিক, আড্ডা, ঘুরতে যাওয়া। আর সেই পিকনিক করতে গিয়েই ঘটল দুর্ঘটনা।
পিকনিক থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার। গুরুতর আহত হয়েছেন বহু মানুষ। মর্মান্তিক বাস দুর্ঘটনাটি ঘটেছে হুগলির হরিপালে। পুরুলিয়া থেকে পিকনিক করে বাড়ি ফেরার পথে হরিপালের রায়দীঘিতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে যায়। আর সেই দুর্ঘটনার জেরেই মৃত্যু হয়েছে এক মহিলার। মৃতের নাম তাপসী হালদার, বয়স (৩৬)।
জানা গিয়েছে, বাসটিতে মোট ৭২ জন যাত্রী ছিল। স্থানীয় বাসিন্দা এবং পুলিশ প্রশাসনের সহায়তায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের দেখতে হরিপাল হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না।
ইতিমধ্যেই আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বাস ড্রাইভার ঘুমিয়ে পড়াতেই এই দুর্ঘটনাটি ঘটে। এমনকি বাসের কোনও যান্ত্রিক ত্রুটিও থাকতে পারে বলে অনুমান পুলিশের। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।