Home District ধুপগুড়িতে কুকুরের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ

ধুপগুড়িতে কুকুরের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ

218
0

ধূপগুড়ি: ফের লোকালয়ে হরিণ। গতকাল এই ঘটনাটি ঘটে ধুপগুড়ি ব্লকের মল্লিক সোভা দেওমালি এলাকায়। জানা গিয়েছে, হরিণ শাবকটিকে কুকুরে তাড়া করে। দিশা না পেয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে শাবকটি। অবশেষে কয়েকজন যুবকের চোখে পড়ে সেই দৃশ্য। কুকুরকে তাড়িয়ে হরিণ শাবকটিকে উদ্ধার করে এলাকার কয়েকজন যুবক। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মোরাঘাট রেঞ্জের বন কর্মীদের। বন কর্মীরা এসে হরিণ শাবকটিকে উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তর সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পরে হরিণটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

Previous articleফের বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি গৌতম আদানি
Next articleঅর্পিতার মা হওয়ায় সম্মতি ছিল পার্থের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here