ধূপগুড়ি: ফের লোকালয়ে হরিণ। গতকাল এই ঘটনাটি ঘটে ধুপগুড়ি ব্লকের মল্লিক সোভা দেওমালি এলাকায়। জানা গিয়েছে, হরিণ শাবকটিকে কুকুরে তাড়া করে। দিশা না পেয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে শাবকটি। অবশেষে কয়েকজন যুবকের চোখে পড়ে সেই দৃশ্য। কুকুরকে তাড়িয়ে হরিণ শাবকটিকে উদ্ধার করে এলাকার কয়েকজন যুবক। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মোরাঘাট রেঞ্জের বন কর্মীদের। বন কর্মীরা এসে হরিণ শাবকটিকে উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তর সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পরে হরিণটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।






