Home Sports সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আর্জেন্তিনায় যোগদানের ‘ফর্ম’

সোশ্যাল মিডিয়ায় ঘুরছে আর্জেন্তিনায় যোগদানের ‘ফর্ম’

185
0

কলকাতা: ব্রাজিল থেকে আর্জেন্তিনায় যোগদানের আবেদন পত্র। বয়ানটি প্রায় সর্বজনীন-এক সমর্থক আবেদনকারী হিসেবে লিখছেন, ‘ব্রাজিলের হারে মর্মাহত হয়ে দলবদলের সিদ্ধান্ত নিচ্ছি’। সোশ্যাল মিডিয়ায় এই প্রকারের একাধিক বয়ানের গাদাগুচ্ছের ফর্ম ঘুরে বেড়াচ্ছে। এই ‘ই ফর্ম’কে কেন্দ্র করে বেজায় হাসি-ঠাট্টা চলছে বাঙালিদের মধ্যে। কোথাও কোথাও ইয়ার্কি গড়িয়েছে হাতাহাতি পর্যন্ত। কোনও দেশের নাগরিকত্বের ফর্ম এটা নয়। ফলে এর সঙ্গে বাস্তবের কোনও সংশ্রব নেই। কিন্তু এই ফর্মের আড়ালে লুকিয়ে থাকা বঙ্কিম মানসিকতার কিছু ইঙ্গিত আলোচনার খোরাক তৈরি করেছে। সমাজবিজ্ঞানীরাও এর থেকে গবেষণার রসদ খোঁজা শুরু করেছেন। মশকরার আড়ালে বাঙালি তথা ভারতীয়দের মনোজগতে টুকি দিয়েছে সোশ্যাল মিডিয়ার এই আপাত ঠাট্টার উপাদানটি।

Previous articleরাশিয়া থেকে তেল কিনে ৩৫ হাজার কোটি সাশ্রয় কেন্দ্রের
Next articleভারতে পিছিয়ে পড়ছেন মহিলা, গরিবরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here