নয়াদিল্লি: প্রায় ১৫ বছর পর দিল্লি পুরনিগম থেকে উৎখাত হল বিজেপি। ৪ ডিসেম্বর দিল্লি পুরনিগমের ২৫০টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোট পড়েছিল ৫০.৪৭ শতাংশ। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গননা। প্রথম দিকে বিজেপি এগিয়ে গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু শেষ রক্ষা হল না। সব শেষে বিজেপিকে মাত দিয়ে দিল্লি পুরনিগম দখল নিল অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। ২৫০টি আসনের মধ্যে আপ ১৩৪টি আসনে জয় ছিনিয়ে নিয়ে পুরবোর্ড দখল নিল। অপরদিকে বিজেপি ১০৪টি এবং ৯টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। যা চরম অস্বস্তি সৃষ্টি করেছে মোদী-শাহ শিবিরে। এদিকে কেজরিওয়াল বলেছেন, মানুষ কুকথার রাজনীতি নয়, উন্নয়নে বিশ্বাসী। পাশাপাশি দিল্লিবাসীকে আশ্বস্ত করে বলেছেন, তিনি মানুষকে সঙ্গে নিয়ে দুর্নীতিকে সমূলে উচ্ছেদ করবেন।







