পাক মডেলের সঙ্গে পরকীয়া, সংসার ভাঙল সোয়েব মালিক ও সানিয়া মির্জার

    162
    0

    অপর্ণা সেন: ধুমধাম করে বিয়ে করা এবার সানিয়া মির্জা সোয়েব মালিকের সংসার ভেঙে নতুন জীবন শুরু করতে চলেছেন। ১২ বছর আগে পাকিস্তানি ক্রিকেটার সোয়েবের সঙ্গে টেনিস তারকা সানিয়া মির্জার বিয়েটা ছিল ঠিক রূপকথার গল্পের মতো। এরপর পাকিস্তানে গিয়ে বসতি স্থাপন করলেও সেই সুখ সইল না ভারতীয় টেনিস তারকা সানিয়ার। জানা গিয়েছে, সোয়েবের সঙ্গে এক পাকিস্তানি মডেলের পরকিয়ার কথা জেনেই সানিয়া ডিভোর্স দেওয়ার উদ্যোগ নিলেন। অবশ্য তা নিয়ে মুখ খোলেননি তাঁরা। তবে মুখ না খুললেও তাদের ডিভোর্স যে নিশ্চিত, তা নিয়ে ভারত ও পাকিস্তানে চলছে যথেষ্ট চর্চা।

    প্রসঙ্গত উল্লেখ্য, পাক ক্রিকেটারের প্রথম স্ত্রী আয়েশাকে ডিভোর্স দেওয়ার সময় তাঁর দাবি অনুযায়ী, তাঁকে দিতে হয়েছিল মোট ১৫ কোটি টাকা। এছাড়াও প্রথম তিন মাস ৫ হাজার টাকা করে খোরপোষ দিতে হয়েছে। কিন্তু সানিয়ার ক্ষেত্রে টাকার অঙ্কটা অনেকটাই বেশি। বর্তমানে পাক ক্রিকেটার প্রায় ২৮ মিলিয়ন ডলারের মালিক। তিনি ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন রকম বিজ্ঞাপনেও কাজ করেন। আর সেখান থেকেই ওই পাক সুন্দরী মডেলের সঙ্গে পরিচয় হওয়ার পর তাঁর সঙ্গে পরকিয়ায় লিপ্ত হন সোয়েব। এর ফলে সোয়েব সানিয়া ডিভোর্সের সিদ্ধান্ত নিলেও তাঁরা তাঁদের ছেলের দায়িত্ব সমানভাবে পালন করবেন বলে জানিয়েছেন।

    Previous articleবাড়ল সোনা-রূপার বাজার দর
    Next articleবিশ্ব ইতিহাসে ৫ ডিসেম্বর

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here