দুর্গাপুর, ২ ডিসেম্বর: ফের ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী দুর্গাপুর ইস্পাত কারখানা। এবার রাতে কাজ চলাকালীন চলন্ত কনভেয়ার বেল্টে পড়ে দেহ টুকরো টুকরো হয়ে গেল কারখানার এক শ্রমিকের। প্রায় দু’ঘন্টার চেষ্টায় শরীরের খণ্ডাংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। মৃত শ্রমিক আশুতোষ ঘোষাল (৫৫) দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোনের বঙ্কিমচন্দ্র অ্যাভিনিউয়ের বাসিন্দা।