চুঁচুড়া: চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। পরিবার পরিজনদের বিক্ষোভ হাসপাতালে। জানা গিয়েছে, চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতাল এক মুমূর্ষু রোগীকে ভর্তি না নিয়ে বাড়িতে ফেরত পাঠিয়েছিল। তিন-তিনবার এরকম ঘটার পর চতুর্থবারও ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। শেষমেশ রোগীর পরিজনদের চিৎকারে ভর্তি করা হয়। কিন্তু, ওয়ার্ডে নিয়ে যাওয়ার আগেই মারা যান মাঝবয়সি গীতা পাশোয়ান (৫২)। বুধবার এই ঘটনার পর হাসপাতাল বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে।





