ওয়াশিংটনে বন্দুকবাজের হামলা, মৃত ৬, আহত ৫

    201
    0

    ওয়াশিংটন: ফের বন্দুকবাজের হামলা মার্কিন মুলুকে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে ভার্জিনিয়ার এক ওয়ালমার্ট স্টোরে। অভিযুক্ত ম্যানেজার এলাপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ঘটনায় কমপক্ষে ছ’জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। গুলিবিদ্ধ হয়েছেন আরও পাঁচজন। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। এদিকে ওই বন্দুকবাজ হামলাকারীরও মৃত্যু হয়েছে বলে পুলিস সূত্রে খবর পাওয়া গিয়েছে। তবে তার মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। হামলাকারী এই স্টোরেই কোনও এক সময় কাজ করত। কোনও কারণে ওই সংস্থার কর্মী বা কর্তৃপক্ষের উপর প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে। এদিন সে তার সহকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এরপর হয় সংঘর্ষে মৃত্যু হয়, না হলে আত্মঘাতী হয় সে।

    Previous articleজোর করে রিহ্যাব সেন্টারে পাঠানোয় বাড়ির ৪ সদস্যদের খুন করল যুবক
    Next articleরাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে কেন ফিরে গেলেন শুভেন্দু ও সুকান্ত?

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here