Home Kolkata আহত বাঘ সবচেয়ে বিপজ্জনক প্রাণী: মমতা

আহত বাঘ সবচেয়ে বিপজ্জনক প্রাণী: মমতা

242
0

কলকাতা: তাঁর শাসনকালে নেতা মন্ত্রীদের পাহাড়প্রমাণ দুর্নীতি এবং একের পর এক প্রশাসনিক ব্যর্থতার পরেও রাজ্যবাসীকে ফের গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখাতে শুরু করলেন মমতা। আজ রবিবার কলকাতায় হুইল চেয়ারে বসে র‍্যালির গান্ধী মূর্তি থেকে হাজরা পর্যন্ত একটি রোড শো করার পর তৃণমূল নেত্রী বলেন, লোকেরা যদি আমাদের ভোট দেয়, আমরা তা নিশ্চিত করব যে গণতন্ত্র তাদের কাছে ফিরে আসবে। বাংলার বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্র ধ্বংস হোক। আমি আশ্বাস দিয়েছি যে, আমি একটি হুইল চেয়ারে একটি ভাঙ্গা পা দিয়ে প্রচার করব। খেলা হবে। আহত বাঘ সবচেয়ে বিপজ্জনক প্রাণী।

Previous articleআসামকে সন্ত্রাসবাদ মুক্ত রাখার ডাক দিলেন অমিত শাহ
Next articleহাওড়ায় বিজেপির গ্রামীণ জেলা অফিসে দলের বিক্ষুব্ধদের ভাঙচুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here