জলপাইগুড়িতে শর্ট সার্কিট-এর কারণে আগুনে পুড়ে গেল তিনটি দোকান

    164
    0

    জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দোমহনি টু ভাওলাগুড়ি বাজারে শর্ট সার্কিটের কারণে আগুনে পুড়ে গেলে তিনটি দোকান। অনুমানিক সন্ধ্যা ৭টা ৩০ মিনিট নাগাদ একটি মিষ্টির দোকান ও একটি দর্জির দোকানে আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভানোর জন্য চেষ্টা করলেও আগুন নেভাতে পারেননি। এরপর খবর দেওয়া হয় ময়নাগুড়ি দমকল কেন্দ্রে। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। এরপর আগুন নিয়ন্ত্রণে আসে। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ভাওলাগুড়ি বাজারের মানুষ।

    এদিকে গতকাল আমগুলিতে আগুনের পর আজ ময়নাগুড়ির দোমহনি টু ভাওলাগুড়ি বাজারে দয়ানাথ অধিকারী, পরিমল রায়, সাকালু দে- এদের তিনটি দোকানে আগুন লাগে। এদের মধ্যে একটি মিষ্টির দোকানের ক্ষতি হয়েছে এক লক্ষ টাকা বলে দাবি করেছেন দয়ানাথ অধিকারী। অন্যদিকে দর্জির দোকানের অনুমানিক ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি।

    ঘটনাস্থলে উপস্থিত হয় ময়নাগুড়ি থানা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একের পর এক আগুনের ঘটনায় ময়নাগুড়িতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

    Previous articleবন্দিমুক্তির তথ্য পেতে বাংলাদেশের দ্বারস্থ কলকাতা হাইকোর্ট
    Next articleসব ক্ষেত্রেই আধার সংযোগের সিদ্ধান্ত কেন্দ্রের

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here