কাতার: বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত হল ব্রাজিলের। সুইজারল্যান্ডকে ০-১ গোলে হারিয়ে নকআউটে নেইমারহীন ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপে সোমবারের আগে পর্যন্ত সুইজারল্যান্ডকে হারাতে পারেনি তারা। তবে এই দিন কিছুটা হলেও নেইমারের অভাব বোধ করল দলটি। এমনটাই মনে করছেন দর্শকদের একাংশ। গোড়ালিতে চোট পেয়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছেন নেইমার।
নকআউট পর্বে ব্রাজিলের পরের খেলা ক্যামেরুন এর সঙ্গে।