হাওড়া, ১৪ নভেম্বর: নিজেকে রেলের শীর্ষ কর্তা পরিচয় দিয়ে দূরপাল্লার ট্রেনে ভ্রমণ। অবশেষে ধরা পড়ল ওই ব্যক্তি। টিকিট পরীক্ষক প্রথমে তার পরিচয় শুনে ঘাবড়ে যান। পরে বিষয়টি বুঝতে পেরে তাঁকে পাকড়াও করে। খবর দেওয়া হয় ঝাড়গ্রাম আরপিএফ-কে। ট্রেন ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছলে তাঁকে গ্রেপ্তার করে রেল পুলিশ। জানা গিয়েছে, ধৃতের নাম সৌরীশ বন্দ্যোপাধ্যায়। তার বাড়ি ঝাড়গ্রামে। সে নিয়মিত এভাবে নিজেকে ভুয়ো রেল অফিসার পরিচয় দিয়ে বিনা টিকিটে ভ্রমণ করত। এদিনও কোনও টিকিট না থাকায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।