আরামবাগ, ১৪ নভেম্বর: রক্তমাখা মৃত ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য। সোমবার সকালবেলায় ঘটনাটি ঘটেছে আরামবাগের হরিণখোলায়। এদিন মৃতদেহটি দেখতে পান স্থানীয় চাষিরা। মৃত ব্যক্তির নাম প্রদীপ ঘোষ (৪৮)। বাড়ি এখানকার চন্দনপুর এলাকায়। এই ঘটনায় হরিণখোলা ১ নম্বর গ্ৰাম পঞ্চায়েতের গোলামিচক এলাকায় অতঙ্কের সৃষ্টি হয়। ঘটনাস্থল থেকে একটি ছোট ছুরি, অ্যান্ড্রয়েড ফোন এবং একটি ছোট কালো ব্যাগ উদ্ধার হয়। সেগুলি দেহটির পাশেই পড়েছিল। সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরেই তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন মৃত ব্যক্তির স্ত্রী। আরামবাগ থানার পুলিস ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।