কাটোয়া, ১৪ নভেম্বর: বিদ্যালয়ে রয়েছে দুটি আলমারি। সেই আলমারি দুটিই এখন পুরোনো পোশাকের ভান্ডার হয়ে উঠেছে। ঠাসা রয়েছে প্রচুর জামা কাপড়। এই আলমারি দুটিই এখন গ্রামের দুঃস্থ মানুষের পোশাকের চাহিদা মেটাচ্ছে। ঘটনাটি মঙ্গলকোটের মাজিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের। ওই আলমারি দু’টিতেই ঠাসা রয়েছে পুরনো জামা কাপড়ে। জানা গিয়েছে, এলাকাবাসীরা তাঁদের বাড়িতে কোনও পুরনো জামা কাপড় থাকলে এই আলমারিতে জমা করেন। আর যাঁদের পোশাক দরকার হয়, তাঁরা চলে আসেন স্কুলে। সেই জমানো জামাকাপড় ওই দুঃস্থ মানুষদের বিতরণ করে স্কুল কর্তৃপক্ষ। এমন অভিনব ও মহান উদ্যোগ এলাকায় রীতিমত সাড়া ফেলে দিয়েছে। স্কুলের রাস্তার ধারে রয়েছে এই দেওয়াল আলমারি। সেখান থেকে এলাকার দুঃস্থ মানুষরা ইচ্ছেমতো পোশাক সংগ্রহ করেন।