আপনার মোবাইল ফোনই আপনার বিপদের কারণ হতে পারে

    218
    0

    কলকাতা, ১৪ নভেম্বর: কম দামের মোবাইল ফোনে থাকে না কোনও নিরাপত্তার বালাই। কারণ, এইসব ফোনে পাইরেটেড বা নকল অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। যার নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল প্রকৃতির। ফলে আপনার ব্যক্তিগত সমস্ত গোপন তথ্য নিমেষে চলে যাচ্ছে অন্ধকার জগতে। হ্যাকাররা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে এইসব পাইরেটেড বা নকল অপারেটিং সিস্টেমকে কাজে লাগাচ্ছে।
    সম্প্রতি রাজ্য তথ্য প্রযুক্তি দপ্তর এব্যাপারে একটি সমীক্ষা চালিয়েছে। উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। তদন্তে জানা গেছে, সাইবার প্রতারকরা মানুষের ব্যক্তিগত তথ্য হাতাতে মোবাইলের পাইরেটেড অপারেটিং সিস্টেম ব্যবহার করছে। যার সঙ্গে সরাসরি যোগ রয়েছে ডার্ক ওয়েবের এক হাজারের বেশি ইন্টারনেট প্লাটফর্মের। আপনার মোবাইলে সামাজিক অনুষ্ঠান বা কোনও গুরুত্বপূর্ণ নথি, যে ছবিই তুলুন না কেন, ইন্টারনেট চালু হলেই, তা চলে যাচ্ছে অন্ধকার জগতের এই ইন্টারনেট প্লাটফর্মগুলিতে। অতএব এখনই সাবধান হোন। না হলে মহাবিপদ।

    Previous articleবিশ্ব ইতিহাসে ১৪ নভেম্বর
    Next articleইস্তাম্বুলের জনবহুল রাস্তায় ভয়াবহ বিস্ফোরণ

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here