পাটনা, ১২ নভেম্বর: কিডনির অসুখে মরণাপন্ন লালুপ্রসাদ যাদব। সম্প্রতি সিঙ্গাপুরে গিয়েছিলেন আরজেডি নেতা। সেখানে তাঁর শরীরের কয়েকটি জটিল পরীক্ষা করা হয়। এখন তিনি দিল্লিতে মেয়ে মিশার বাড়িতে রয়েছেন। জানা যায়, জীবনে বেঁচে থাকতে হলে তাঁর কিডনি প্রতিস্থাপন করা দরকার। কিন্তু, সেই দুর্মূল্য কিডনি কোথায় মিলবে? লালুর জন্য কে দান করবে শরীরের এই অত্যন্ত মূল্যবান জিনিসটি? কেউ এগিয়ে না এলেও নিজের বড় মেয়ে রোহিনী আচার্য বাবার প্রাণ বাঁচাতে কিডনি দান করতে এগিয়ে এসেছেন। এব্যাপারে সোশ্যালে একটি বার্তা পোস্ট করেছেন রোহিনী। বলেছেন, আমার শরীরের এক টুকরো মাংস পিণ্ড বাবাকে দিতে চাই। তাঁর জন্য আমি সবকিছু করতে পারি। সেইসঙ্গে বাবার মঙ্গল কামনায় ভক্তদের প্রার্থনা করতে বলেছেন রোহিনী। তিনি বলেন, আপনারা প্রার্থনা করুন, বাবা যেন আবার সুস্থ হয়ে ফিরে আসতে পারেন।