কলকাতা, ১১ নভেম্বর: রাজ্যের প্রাক্তম স্বরাষ্ট্র সচিব ড. জ্ঞানদত্ত গৌতম আজ কলকাতায় প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন। জানা গিয়েছে, জ্ঞানদত্ত গৌতম ১৯৭৭ সালের ব্যাচের আইএএস আধিকারিক ছিলেন। একসময় তিনি রাজ্যের বিদ্যুৎসচিব এবং স্টেট ইনফর্মেশন কমিশনারও ছিলেন। তিনি রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। জ্ঞানদত্তবাবু একজন সৎ, মিতভাষী ও দক্ষ আধিকারিক ছিলেন ।