Home District বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বিজ্ঞানের ছাত্র অভীকের

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বিজ্ঞানের ছাত্র অভীকের

163
0

রায়গঞ্জ: রবিবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে রায়গঞ্জের উকিলপাড়ার বাসিন্দা অভীক দাসের(১৭)। বিদ্যুৎ নিয়ে ঝুঁকিপূর্ণ পরীক্ষা নিরীক্ষা চালাতে গিয়েই এই ঘটনা ঘটে। দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল অভীক। সে রায়গঞ্জ সারদা বিদ্যামন্দিরে পড়ত। তার বাবা অশোক দাস । অভীকের মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় স্কুল ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গিয়েছে, রবিবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন অশোকবাবু। সেখান থেকে রাত ১১টা নাগাদ বাড়ি ফেরেন। তিনি বাইরে থেকে ছেলেকে বেশ কয়েকবার ডাকেন। কিন্তু, কোনও সাড়া পাওয়া যায়নি। ফলে ঘরে ঢোকার দ্বিতীয় চাবি দিয়ে তাঁরা দরজা খোলেন। অশোকে বাবু বলেন, বাড়িতে ঢুকে উপরে যায়। সেখানে গিয়ে দেখি ছেলের স্টাডি রুমের দরজা বন্ধ। অনেকবার ধাক্কা মেরে দরজা খুলতেই চমকে উঠি। দেখি ছেলে মাটিতে পড়ে আছে। তাঁর গায়ে সেলোটেপ দিয়ে বিদ্যুতের তার জড়ানো। তারের একটা খোলা প্রান্ত বিদ্যুতের প্লাগে লাগানো ছিল। তৎক্ষণাৎ ছেলেকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলে, ছেলে বরাবরই বিদ্যুৎ, আগুন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করত। ঠাকুর ঘরেও দরজা বন্ধ করে মেডিটেশন করার সময় একবার প্রদীপের আগুন নিয়ে সে গবেষণা চালায়। কয়েক বছর আগেও বাথরুমের দরজা বন্ধ করে আগুন লাগিয়ে জানার চেষ্টা করে তার শিখা কতদূর ওঠে।

Previous articleমানুষকে ভাগ করতে চাই না: মীর
Next articleবিশ্ব ইতিহাসে ৮ নভেম্বর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here