কলকাতা, ২৪ অক্টোবর: আগামীকাল মঙ্গলবার ভোরে বাংলাদেশ উপকূলে তিনকোনা ও সন্দীপ দ্বীপের মাঝে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। তবে বাদ যাবে না পশ্চিমবঙ্গ। এই সময় রাজ্যে ভারী বৃষ্টিপাত ও তীব্র ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার এই ঘূর্ণিঝড় অবস্থান করবে পশ্চিমবঙ্গের উপকূল এলাকায়।
রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলে ‘সিত্রাং’-এর যথেষ্ট প্রভাব পড়বে। বাংলাদেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলেও যথেষ্ট জলস্ফীতি হবে। এই সময় জোয়ার থাকায় জলের উচ্চতা ৬ থেকে ৭ মিটার বাড়তে পারে বলে আবহাওয়াবিদদের অনুমান। এর প্রভাব পড়বে দুই ২৪ পরগনা সহ পূর্ব মেদিনীপুরে। তবে রাজ্যের সুন্দরবন এলাকায় প্রাকৃতিক দুর্যোগ বেশি দেখা দিতে পারে।







