হাওড়া পৌর নিগমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

    177
    0

    হাওড়া: কেন্দ্রীয় প্রকল্পের টাকা দুর্নীতি করার অভিযোগ উঠেছে হাওড়া পৌর নিগমের বিরুদ্ধে। জানা গিয়েছে, হাওড়া পৌর নিগম এলাকার ২২ নং ওয়ার্ডে ঘটা করে চালু করা হয়েছিল ‘গ্ৰীন হাওড়া, ক্লিন হাওড়া ‘। হাওড়া পৌর নিগমের পক্ষ থেকে প্রকল্পটিকে মুখ্য পরিকল্পনা হিসাবে গ্ৰহণ করা হয়। ‘স্বচ্ছ ভারত মিশন’ কেন্দ্রীয় প্রকল্প হওয়া সত্ত্বেও এই প্রকল্পের নাম পরিবর্তন করে ‘নির্মল বাংলা’ নামকরণ করার অভিযোগ উঠেছে। এই প্রকল্পে গোটা হাওড়া শহরজুড়ে জঞ্জালের ভ্যাট শূন্য হাওড়া শহর গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়।
    প্রকল্প কার্যকরী করার জন্য ‘নীলু’ এবং ‘ পচু ‘ নামে দুটি করে বালতি ওয়ার্ডের বাসিন্দাদের দেওয়া হয়। হাওড়া পুর নিগমের পক্ষ থেকে দেওয়া এই দু’টি বালতির একটিতে পচনশীল এবং অন্য আর একটিতে অপচনশীল দ্রব্য ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়। পৌর নিগমের পক্ষ থেকে প্রতি বাড়ি থেকে ঐ জঞ্জাল সংগ্ৰহ করার জন্য ২৫০টি টোটো গাড়ি কেনা হয়। বর্তমানে ২৫০টি টোটোর মধ্যে মাত্র ২০টি টোটো আছে বলে অভিযোগ উঠেছে। বাকি ২৩০ টি টোটো কি হল তার কোনও খবর পৌর নিগমের কাছে নেই।
    এজন্য হাওড়া পৌর নিগমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিজেপি-র রাজ্য সম্পাদক উমেশ রাই বলেন, ‘গ্ৰীন হাওড়া, ক্লিন হাওড়া ‘ প্রকল্পের জন্য হাওড়া পৌর নিগম ২৫০ টি টোটো কিনেছিল কেন্দ্রের দেওয়া টাকায়। এই টোটোগুলিকে চলমান ভ্যাট বানিয়ে বাড়ির জঞ্জাল সংগ্ৰহ করার উদ্দেশ্য ছিল ‘।

    Previous articleমৃত্তিকার দূষণ রোধ ও সুস্থ শরীর সম্পর্কে মানুষকে বোঝাতে সাইকেলে কলকাতা থেকে কন্যাকুমারী গেলেন পরীক্ষিত ভূঁইঞা
    Next articleমধ্যপ্রদেশে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৫ পরিযায়ী শ্রমিকের মৃত্যু

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here