চতুর্থীর বিকেলে রংতুলি হাতে নিয়ে একদল যুবক যুবতী শিলিগুড়ির রাজপথে

    195
    0

    শিলিগুড়ি: শিলিগুড়িতে একদল যুবক যুবতীর পথ আল্পনা মন কেড়েছে শহরবাসীর। জানা গিয়েছে, ওই চিত্রশিল্পীদের গ্রূপ একসময় একই স্কুলের পড়াশোনা করতেন। স্কুলটির নাম মার্গারেট (এস.এন) ইংলিশ স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এই গ্রুপটি মূলত বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করে থাকে। তার মধ্যে পথ আল্পনা হল অন্যতম। তাছাড়া সমাজসেবামূলক বিভিন্ন কাজও এই গ্রুপ করে থাকে।

    Previous articleশিলিগুড়িতে রথ খোলার পুজোর থিম লেটার বক্স
    Next articleরম্যরচনা: ‘মহিষাসুর বধ’

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here