Home District বাগডোগরায় কৃতী ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা প্রদান

বাগডোগরায় কৃতী ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা প্রদান

203
0

বাগডোগরা: আজ ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবস। আজ রাষ্ট্রপতি ড: সর্বপল্লী রাধাকৃষ্ণাণ-এর জন্নদিবস।এই দিনটি সব জায়গার সাথে সাথে বাগডোগরা অন্তর্গত রানীডাঙ্গা Youth success computer shaksharta mission এ পালিত হয়েছে শিক্ষক দিবস। আজ এই বিশেষ দিনটি উপলক্ষে সকল কৃতি ছাত্র-ছাএীদের সংবর্ধনা প্রদান করা হয়। এখানকার সদস্যরা জানিয়েছেন, এই সম্বর্ধনা দেওয়ার উদ্দেশ্য হল ছাত্র ছাএীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়ানো। সেই কারণেই এই উদ্যোগ।আজ মোট ৭০ জন কৃতি ছাত্র-ছাএীদের এই সম্বর্ধনা দেওয়া হয়।এই উদ্যোগে খুশি সকলেই।

Previous articleশিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সোদপুরে গ্রেপ্তার সুব্রত তালুকদার
Next articleসিতাইয়ে WBTPTA সিতাই সার্কলের শিক্ষক দিবস কর্মসূচিতে উপস্থিত বিধায়ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here