Home Literature “ভেড়ার দলে রাজা শেয়াল”

“ভেড়ার দলে রাজা শেয়াল”

244
0
A Red Fox (Vulpes vulpes) standing in pasture field infront of several partial focussed sheep that are lying down, East Yorkshire, UK

অরবিন্দ সরকার
শেয়াল দেশের রাজা প্রজা প্রায় ভেড়া,
চালাকি মেরে সফল স্বপ্ন পটে মোড়া,
আখের গুছিয়ে রাজা দিনে দেখে তারা,
প্রজারা সেলাম ঠুকে তারা গো-বেচারা!

শেয়ালের পরিবার ফুলে ফেঁপে ওঠে,
অনুদানে প্রজাগন রাজার পা চাটে,
কলা মূলায় সন্তুষ্ট তারা গাধা বটে,
লেঠেল বাহিনী বাঁধা তার রাজ্যপাটে।

মিথ্যা চালাকির দ্বারা টিকে আছে গদি,
ছিঁটেফোঁটা ভর্তুকিতে বয়ে যায় নদী,
মিথ্যা তুরুপের তাস খেলে অদ্যাবধি,
বাজার গরম খেলা চালাকির ফন্দি।

হুক্কা হুয়া রব ছাড়ে সে বটে শেয়াল,
পশুরা এতই বোকা চোখ বন্ধ পাল।
বহরমপুর, মুর্শিদাবাদ

Previous articleশিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি, টানা জেরায় অসুস্থ মন্ত্রী
Next articleসাধ ও সাধ্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here