
অরবিন্দ সরকার
শেয়াল দেশের রাজা প্রজা প্রায় ভেড়া,
চালাকি মেরে সফল স্বপ্ন পটে মোড়া,
আখের গুছিয়ে রাজা দিনে দেখে তারা,
প্রজারা সেলাম ঠুকে তারা গো-বেচারা!
শেয়ালের পরিবার ফুলে ফেঁপে ওঠে,
অনুদানে প্রজাগন রাজার পা চাটে,
কলা মূলায় সন্তুষ্ট তারা গাধা বটে,
লেঠেল বাহিনী বাঁধা তার রাজ্যপাটে।
মিথ্যা চালাকির দ্বারা টিকে আছে গদি,
ছিঁটেফোঁটা ভর্তুকিতে বয়ে যায় নদী,
মিথ্যা তুরুপের তাস খেলে অদ্যাবধি,
বাজার গরম খেলা চালাকির ফন্দি।
হুক্কা হুয়া রব ছাড়ে সে বটে শেয়াল,
পশুরা এতই বোকা চোখ বন্ধ পাল।
বহরমপুর, মুর্শিদাবাদ






