নিজস্ব সংবাদদাতা, বীরভূম: আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। রাজ্যের অন্যান্য জায়গার মতো বক্রেশ্বর শিব মন্দিরেও বাবার মাথায় জল ঢালা শুরু হল। নেমেছে পুণ্যার্থীদের ঢল। এদিন সতীপীঠের অন্যতম বক্রেশ্বর ভবতারিণী মন্দিরে শিবের মাথায় জল ঢালার জন্য ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। সামাজিক বিধিনিষেধ মেনে পুজো দিচ্ছেন ভক্তরা। দুবরাজপুর থানার কড়া পুলিশি প্রহরায় চলছে শিবের আরাধনা। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
জানা গিয়েছে, দুবরাজপুর ব্লকের এই শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালতে আজ ভোর পাঁচটা থেকে লাইন দেন পুণ্যার্থীরা। যথারীতি এখানে পুজো দেওয়ার আগে বক্রেশ্বর উষ্ণ প্রস্রবনের জলে স্নান সেরে নিচ্ছেন ভক্তরা। তারপর পুজো দিয়ে শিবের মাথায় জল ঢালছেন তাঁরা।
উল্লেখ্য, শ্রাবণ শিবের জন্মমাস। এই মাসের প্রথম দিন থেকে শিবের মাথায় জল ঢালা শুরু হয়। মাসের শেষ দিন পর্যন্ত শিবের মাথায় জল ঢালার জন্য ভক্তদের ঢল নামে। তবে শ্রাবনের প্রথম সোমবারে পুণ্যার্থীদের ভিড় শুরু হয়। এবছর শ্রাবন মাসে মোট পাঁচটি সোমবার পড়েছে। মন্দির কিমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রথম ও দ্বিতীয় সোমবার তুলনায় ভিড় কম হবে। কিন্তু তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সোমবার মন্দিরে ভিড় হবে সবচেয়ে বেশি। এই সময় অগণিত ভক্ত সমাগমের সম্ভাবনা রয়েছে।







