নিজস্ব সংবাদদাতা, দিল্লি, ৬ জুলাইঃ এবার কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে ইস্তফা দিলেন মুক্তার আব্বাস নাকভী। তবে কেন তিনি ইস্তফা দিলেন সে ব্যাপারে কিছু জানা যায়নি। সূত্রের খবর, ইস্তফা দেওয়ার পূর্বে তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন। তবে এ ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রীসভা বা নাকভীর তরফ থেকে কিছুই জানানো হয়নি।