Home Uncategorized ভারতে একদিনে করোনা রোগীর সংখ্যা বাড়ল ১ লক্ষ ২ হাজার

ভারতে একদিনে করোনা রোগীর সংখ্যা বাড়ল ১ লক্ষ ২ হাজার

242
0
3D illustration of Coronavirus, virus which causes SARS and MERS, Middle East Respiratory Syndrome

বিশেষ সংবাদদাতা, নতুন দিল্লি: ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ লক্ষ ১ হাজার ৯৯৩ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫২৩ জন রোগীর।হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৯৯ হাজার ৯৮৮ জন। ফলে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বাড়ল প্রায় ১ লক্ষ ২ হাজার। এই নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন এক কোটি ৫৬ লক্ষ ৮৪ হাজার ৪০৬ জন। এ পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ১১ হাজার ৮৫৩ জন রোগীর। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৩২ লক্ষ ৬৮ হাজার ৭১০ জন। দেশে এ পর্যন্ত মোট করোনা টিকা দেওয়া হয়েছে ১৫ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার ৬৩৫ জন মানুষকে।

Previous articleপশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বিজেপি, মনে করেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা
Next articleব্যান্ডেজ করা পা দেখিয়ে 7 শতাংশ ভোট বেড়েছে মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here