Home National লিভ-ইন সম্পর্ক আইনি বিয়ের পরিপন্থী: এলাহাবাদ হাইকোর্ট

লিভ-ইন সম্পর্ক আইনি বিয়ের পরিপন্থী: এলাহাবাদ হাইকোর্ট

82
0

এলাহাবাদ: লিভ-ইন সম্পর্কে থাকা দম্পতিকে সুরক্ষা দেওয়ার আবেদন খারিজ করল এলাহাবাদ হাইকোর্ট। এই ধরনের সম্পর্ক আইনি বিয়ের পরিপন্থী বলে জানিয়েছে আদালত। পাশাপাশি লিভ-ইন সম্পর্ক নিয়ে শীর্ষ আদালতের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেছে এলাহাবাদ উচ্চ আদালত। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট এই ধরনের সম্পর্ককে তুলে ধরে না। 
জানা গিয়েছে, নিরাপত্তার দাবিতে কয়েকদিন আগে এক লিভ-ইন দম্পতি কোর্টের দ্বারস্থ হন। ২৯ বছরের একজন হিন্দু মহিলা ও ৩০ বছর বয়সি মুসলিম যুবক এই আবেদন করেছিলেন। পুলিস তাঁদের ক্রমাগত হেনস্তা করছে বলে অভিযোগ করেন তাঁরা। আদতে এই সম্পর্কে খুশি ছিলেন না ওই তরুণীর পরিবার। পুলিসের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। তারপর থেকেই পুলিসি হেনস্তার শিকার হন ওই দম্পতি। নিরাপত্তার দাবি করে ওই দম্পতি আবেদন করেন, তাঁদের ব্যক্তিগত সম্পর্কে হস্তক্ষেপ করার অধিকার কারও নেই। সেই আবেদনের পর্যবেক্ষণেই একথা বলেছে বিচারপতি সঙ্গীতা চন্দ্র ও বিচারপতি নরেন্দ্র কুমার জোহরির ডিভিশন বেঞ্চ। 
প্রসঙ্গত, কয়েকদিন আগে লিভ-ইন সম্পর্কের সামাজিক সুরক্ষা নিয়ে একটি জনস্বার্থ মামলা করেছিলেন এক আইনজীবী। তবে সেই আবেদন খারিজ করে দেয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালার বেঞ্চ। 

Previous articleস্নায়ুকোষের ক্যান্সারেও স্টেম সেল, নয়া জীবন
Next articleদারিদ্র্যের সঙ্গে লড়েই নিটে সফল ‘পেন্টার’ উমর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here