বিশেষ সংবাদদাতা, কলকাতা: এবার হিন্দিভাষী ডবল ইঞ্জিন রাজ্যগুলিকে পিছনে ফেলে ‘পট বিয়া’ করিয়ে দেওয়ার পথে কয়েক কদম এগল বাংলা। দিল্লির পর এই রাজ্যেও শুরু হতে চলেছে ‘তৎকাল বিয়ে’। হিন্দু ম্যারেজ রুলে রদবদল ঘটিয়ে সামাজিক বিয়ের একদিনের মধ্যে রেজিস্ট্রি সেরে ফেলার ব্যবস্থা শুরু করতে চলেছে রাজ্য। প্রসঙ্গত, বর্তমানে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী, সামাজিক বিয়ে শেষে আবেদন করলে রেজিস্ট্রির জন্য সাত দিন সময় লাগে। তারপর অষ্টম দিনে রেজিস্ট্রি করতে পারেন নব বিবাহিত দম্পতি। এবার তা কমে একদিনের মধ্যে হয়ে যাবে।
বর্তমান নিয়মে সামাজিক বিয়ের দিন অথবা তারও আগে যাঁরা রেজিস্ট্রি সেরে ফেলতে চান, তাঁদের ন্যূনতম ৩০ দিন আগে (স্পেশাল ম্যারেজ অ্যাক্টের ১৩ নম্বর ধারায়) আবেদন করতে হয়। এবার তৎকাল বিবাহ ব্যবস্থা চালু হলে বিয়ের একদিনের মধ্যেই রেজিস্ট্রি সেরে ফেলতে পারবেন নব দম্পতি। এর ফলে অহেতুক সময় নষ্টের হাত থেকে বেঁচে যাবেন তাঁরা। উল্লেখ্য, এই তৎকাল বিয়ে হবে একমাত্র হিন্দু ম্যারেজ অ্যাক্টে।
নবান্ন সূত্রের খবর, ২০২৪ সালের জানুয়ারি থেকেই এই নিয়ম চালু হবে। নিয়ম বদলের খসড়া ইতিমধ্যেই প্রস্তুত। শীঘ্রই তা রাজ্য মন্ত্রিসভায় পাঠানো হবে। ছাড়পত্র চলে এলেই শুরু হয়ে যাবে প্রক্রিয়া। এর পাশাপাশি বিদেশে যাঁরা থাকেন, তাঁদের জন্যও অনলাইনে রেজিস্ট্রির আবেদনের সুযোগ খুলে দিচ্ছেন সরকার।