মায়ের সঙ্গে জেলে থাকা শিশুদের শেখানো হবে গান, আবৃত্তি, আঁকা

    78
    0

    কলকাতা: যে সব নিরাপরাধ শিশুরা মায়ের সঙ্গেই জেলে দিনযাপন করে, পড়াশোনার পাশাপাশি তাদের অন্যান্য ক্ষেত্রেও শিক্ষাদানের ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। তবে যার যেদিকে ঝোঁক, তা বুঝে নিয়েই তাদের সে বিষয়ে চর্চার ব্যবস্থা করা হবে। এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে এমন ১৮৭ জন শিশু রয়েছে, যাদের মায়েরা বিভিন্ন মামলায় বন্দি অবস্থায় রয়েছেন। ছ’বছর বা তার চেয়ে কমবয়সি এই শিশুদের পড়াশোনার জন্য সংশোধনাগারের ভিতরেই আইসিডিএস কেন্দ্র রয়েছে। কোথাও আবার জেল প্রাচীরের বাইরে আশপাশের কোনও স্কুলে তাদের পড়ার অনুমতি দিয়েছে রাজ্য। তবে এইসব শিশুরা জেলের মধ্যে থাকায় তাদের মনে স্থায়ী ছাপ পড়ছে। নিরাপরাধ এই শিশুদের মানসিকভাবে চাঙ্গা রাখতে তাই নয়া উদ্যোগ নিচ্ছে কারাদপ্তর। 
    কুখ্যাত জেলবন্দিদের হাতে রং-তুলি তুলে দিয়ে ক্যানভাস রাঙানোর অভিজ্ঞতা রয়েছে চিত্রশিল্পী চিত্ত দে’র। তাঁর অভিজ্ঞতা, মায়েদের ছবি আঁকতে দেখলে দৌড়ে আসে শিশুরা। মায়েদের ক্যানভাস নিয়ে দৌড়ে পালাতেও দেখা গিয়েছে অনেককে। প্রাক-কোভিড পর্বে চিত্তবাবু আলিপুর মহিলা সংশোধনাগারে মা ও শিশুদের নিয়ে একটি কর্মশালা করেন। সেখানে খুব মন দিয়ে ছবি আঁকে শিশুরা। 

    Previous articleপ্রাথমিকে কলকাতার প্রায় ২৭০০ শিক্ষককে বদলি হতে হবে দক্ষিণ ২৪ পরগনায়
    Next article শহরে আসছেন মরিশাসের রাষ্ট্রপতি

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here