মালদহ: মালদহে তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সদস্য নির্বাচন নিয়ে দলের অন্দরে কোন্দল তীব্র আকার নিয়েছে। এনিয়ে শাসকদলের নেতারা প্রকাশ্যেই একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার শুরু করেছেন। জেলা কমিটির সদস্য বাছাই নিয়ে দলের রাজ্য নেতা তথা ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী জেলা তৃণমূল নেতৃত্বকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন। অন্যদিকে, সদস্য বাছাইয়ের বিষয়টি কৃষ্ণেন্দুবাবুকে জানিয়েই করা হয়েছিল বলে জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি পাল্টা দাবি করেছেন। সবমিলিয়ে মালদহ তৃণমূলের ঘরের বিবাদ বর্তমানে রাস্তায় চলে এসেছে। পঞ্চায়েত ভোটের আগে বিষয়টি শাসক দলকে বিড়ম্বনায় ফেলতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে।
বৃহস্পতিবার কৃষ্ণেন্দুবাবু বলেন, সম্প্রতি দলের জেলা কমিটি ঘোষিত হয়েছে। জীবনে তৃণমূলের ঝান্ডা ধরেননি, এমন লোককে জেলা কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে। গত বিধানসভা ও পুর নির্বাচনে বিজেপির হয়ে কাজ করেছেন, এমন অনেককে জেলা কমিটিতে ঠাঁই দেওয়া হয়েছে। জেলা নেতৃত্ব কি চোখে ঠুলি পড়ে রয়েছে? নাকি জেনেশুনে কোনও কিছুর বিনিময়ে এসব করা হয়েছে? এই প্রশ্ন আমি তুলেছি। নিজের মতো করে দলের রাজ্য নেতৃত্বকে বিষয়টি জানাচ্ছি। জেলায় দলকে রসাতলে যেতে দেওয়া যাবে না। আমি এর শেষ দেখে ছাড়ব।





