Home National আইপিএস-এর ঘাটতি, পুলিস অ্যাকাডেমিতে ২৮৬ জনের প্রশিক্ষণ

আইপিএস-এর ঘাটতি, পুলিস অ্যাকাডেমিতে ২৮৬ জনের প্রশিক্ষণ

154
0

কলকাতা: হায়দরাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল জাতীয় পুলিস অ্যাকাডেমিতে ডিসেম্বর মাসে শেষ সপ্তাহে ২০২২ ব্যাচের ২৮৬ জন হবু আইপিএস অফিসারের ট্রেনিং পর্ব শুরু হল। যা এক সর্বকালীন রেকর্ড। স্বাধীনতার পর ১৯৪৮ সালে আইপিএস ক্যাডার পদের জন্মলগ্ন থেকে এই প্রথম একটি ব্যাচে এত বিপুল সংখ্যক আইপিএস হওয়ার জন্য ট্রেনিং নিচ্ছেন। সফলভাবে ছাব্বিশ মাসের ট্রেনিং শেষ করার পর এই ২৮৬ জন আইপিএস অফিসারকে পশ্চিমবঙ্গ সহ দেশের ২৮টি রাজ্য এবং আটটি কেন্দ্র শাসিত অঞ্চলে পোস্টিং দেওয়া হবে। মূলত, দেশজুড়ে আইপিএস ক্যাডারের ঘাটতি মেটাতেই এমন পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার।  উল্লেখ্য, ২০২২ সালের ১ জানুয়ারি পরিসংখ্যান অনুসারে গোটা দেশে  ৮৬৪টি আইপিএস পদ ফাঁকা।

Previous articleঠিকাদারের সঙ্গে প্রতারণার অভিযোগ কুন্তলের বিরুদ্ধে
Next articleঅমর্ত্য সেন নোবেল পাননি, বললেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here