রাজস্থানের পালিতে সূর্য নগরী এক্সপ্রেসের ৮টি বগি লাইনচ্যুত

    133
    0

    পালি, ২ জানুয়ারি: সোমবার নতুন বছর শুরুতেই রাজস্থানে সূর্য নগরী এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায়। রেল সূত্রে জানা যায়, হতাহতের কোনও খবর নেই। তবে ঘটনায় লাইনচ্যুত হয় ৮টি বগি। এই প্যাসেঞ্জার ট্রেনটি মুম্বইয়ের বান্দ্রা থেকে যোধপুরের দিকে যাচ্ছিল। যাত্রীরা সংবাদ মাধ্যমকে জানান, ভোর ৩টে ২৭ মিনিটে হঠাৎই জোর ঝাঁকুনি লাগে রাজস্থানের মারওয়াড় জংশন পার হওয়ার সময়। ঘটনায় ৮টি বগি লাইনচ্যুত হওয়ায় ১১ টি বগির ক্ষতি হয়েছে। তবে রেল দুর্ঘটনার খবর পাওয়া মাত্র সেখানে পুলিশ গিয়ে পৌছায়। এম্বুলেন্সও যায়। ১১ টি বগি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে যাত্রীদের গন্তব্যস্থলে পৌছনোর জন্য বাসের ব্যবস্থা করা হয়। যোগাযোগের জন্য রাজ্য সরকারের তরফে একটি হেলফ লাইন নম্বরও ঘোষণা করা হয়।

    Previous articleআজ সোনা রুপার বাজার দর
    Next articleবিশ্ব ইতিহাসে ৩ জানুয়ারী

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here