নতুন দিল্লি: শীতের থার্ড ডিগ্রিতে কাঁপছে উত্তর ভারত। রাজধানী দিল্লিতে এবারে রেকর্ড শীত অনুভূত হচ্ছে। গত মঙ্গলবার দিন ৭ থেকে ৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছিল রাজধানী দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা। ঘন কুয়াশার কারণে দৃশ্যমান্যতা একেবারে কমে দাঁড়িয়েছে। বিঘ্নিত হয়েছে বিমান পরিষেবা। বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে কেউ বের হচ্ছেন না। রাজস্থানের অবস্থা আরও খারাপ, দিল্লির থেকেও বেশি শীত অনুভূত হচ্ছে রাজস্থানে। রাজস্থানের চারুতে তাপমাত্রা নেমে দাঁড়ায় ০.৫ ডিগ্রি। রাজস্থানের একাধিক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। মরুভূমির শহর রাজস্থান প্রচন্ড ঠান্ডায় কাঁপছে।