নিজস্ব সংবাদদাতা, শিলচর: বড়খলায় চলন্ত ম্যাজিক ট্রাকে আগুন। তীব্র আতংক এলাকায়। বড়খলা তেমাথা থেকে ৫০০ মিটার দূরে শিলচর জয়ন্তীয়া সড়কে রবিবার দুপুর ১ টা নাগাদ খড় বোঝায় এই ম্যাজিক ট্রাকে আচমকা আগুন লেগে যায়। গাড়িতে শুকনো খড় থাকায় মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। সাথে সাথে এলাকাবাসীরা খবর দেন বড়খলা থানা এবং দমকল বাহিনীকে। খবর পেয়ে বড়খলা থানার পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। গাড়িতে আগুন লেগেছে দেখে গাড়ি চালক ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয়। তবে কী কারণে গাড়িতে আগুন লাগে তা এখনও জানা যায়নি।