সৌভিক মন্ডল: বর্তমান দিনে ডাক্তার ছাড়া চলা মুশকিল। সাধারণ মানুষকে দুরারোগ্য ব্যাধি সারাতে যেতে হয় ডাক্তারের কাছে। আর ডাক্তার রোগ নির্নয় করে লিখে ফেলে প্রেসক্রিপশন। কিন্তু ডাক্তারের লেখা প্রেসক্রিপশন পড়া আরও বেশি মুশকিল। আর তাই খুব শীঘ্রই এই মুশকিলের সমাধান আনতে চলেছে গুগল।
গত সোমবার ভারতে ‘গুগল ফর ইন্ডিয়া‘ নামে একটি অনুষ্ঠানে মার্কিন তথ্যপ্রযুক্তি জায়ান্ট নতুন প্রযুক্তি নিয়ে আলোচনা করে।
তারা জানায় গুগল লেন্সের মাধ্যমে একটি ছবি তুললেই হবে সমস্যার সমাধান। অথবা প্রেসক্রিপশনের ছবি গুগল লেন্সে আপলোড করলেই তাতে কি লেখা আছে তা জানা যাবে। গুগল জানায় এই প্রযুক্তি নিয়ে এখনো গবেষণা চলছে এবং খুব শীঘ্রই তা চালু হতে চলেছে।







