মান্দৌসের জেরে তামিলনাড়ুর তিন জেলায় লাল সতর্কতা

    189
    0

    কলকাতা, ৯ ডিসেম্বর: আবহাওয়া দফতরের পক্ষ থেকে সাইক্লোন আপডেটে পূর্বাভাস দেওয়া হয়েছে, ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্নিঝড় মান্দৌস। শক্তি হারালেও ঝড়ের অভিমুখ এখনও তামিলনাড়ুর দিকেই রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, প্রতি ঘন্টায় ১২ কিমি গতিবেগে উপকূলের দিকে এগিয়ে আসছে মান্দৌস।

    তবে এই ঘূর্ণিঝড় সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম থেকে শুধু সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে। ধীরে ধীরে এই মান্দৌস শক্তি হারাবে বলে মনে করা হচ্ছে। দেরিতে শক্তি হারানোর কারণে রাজ্যজুড়ে তীব্র বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। ইতিমধ্যেই তামিলনাড়ুর তিন জেলা চেঙ্গালপুট্টু, ভিল্লুপুরম ও কাঞ্চিপুরমে লাল সতর্কতা জারি করেছে প্রশাসন। বর্তমানে মান্দৌস তামিলনাড়ুর প্রায় ৩০০ কিমি দূরে অবস্থান করছে। আজ মধ্যরাতে পন্ডিচেরি ও শ্রীহরিকোটার মধ্যবর্তী কোনও অঞ্চলের মাটিতে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়।

    এই ঝড় তেমন প্রভাব না ফেললেও সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। মাটিতে প্রবেশের সময় ঘূর্ণি ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬৫ থেকে ৮৫ কিমি অবধি যেতে পারে। হাওয়ার দাপট ছাড়াও সাইক্লোনের প্রভাবে তামিলনাড়ুর উত্তর, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে। আজ, গোটা তামিলনাড়ু জুড়ে স্কুল বন্ধ রাখা হয়েছে প্রশাসনের তরফে। আগামী ১০ ডিসেম্বর মান্দৌস শক্তি হারাবে। ফলে এই ঘূর্ণিঝড় থেকে কেবল মাঝারি বা ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    Previous articleআজ সোনা রূপার বাজার দর
    Next articleবিশ্ব ইতিহাসে ১০ডিসেম্বর

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here