স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে আগরতলা থেকে কলকাতা সীমান্তরক্ষী বাহিনীর সাইকেল র‍্যালি

    170
    0

    প্রিয়াশ্রী খাঙ্গার ও সংকল্প দে, নদীয়া: ত্রিপুরা থেকে ১৯ জন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য সাইকেল নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। সমাজকে ড্রাগমুক্ত রাখতে এবং আগামী দিনে সমাজের যুবকদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীতে যোগদানে অনুপ্রেরণা দেওয়ার উদ্দেশ্যেই এই সাইকেল র‍্যালির আয়োজন করা হয় বলে জানা গিয়েছে।

    প্রায় ২৫০০ কিলোমিটার এই সাইকেল যাত্রায় সীমান্তবর্তী যত গ্রাম রয়েছে, সেই সমস্ত গ্রামে এবং সেখানকার স্থানীয় স্কুলে তরুণ প্রজন্মদের সীমান্তরক্ষী বাহিনী সম্পর্কে বিভিন্নরকম সচেতনামূলক প্রচার অভিযান চালানো হচ্ছে।

    উল্লেখ্য, গতকাল রাতে নদীয়ার মলুয়াপাড়া বিএসএফ ক্যাম্পে তাঁরা রাত্রি বাস করেন। সেখানে সীমান্তরক্ষী বাহিনীর ৫৪ নম্বর ব্যাটেলিয়ানের ডিআইজি সঞ্জয় কুমার তাঁদের স্বাগত জানান। এরপর সকাল বেলা উঠে আবারও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তাদের গন্তব্যস্থলে যাত্রা শুরু হয়। স্বাভাবিকভাবেই সীমান্তরক্ষী বাহিনীর এই কর্মসূচির ফলে খুশি এলাকার সকল বাসিন্দারা। ছোট ছোট কচিকাঁচারা বিএসএফের যাত্রাপথে তাঁদের সম্বর্ধনা দিতে ভিড় জমায়।

    Previous articleআজ সোনা রূপার বাজার দর
    Next articleকেন্দ্রের মামলা সামলাতে লিগ্যাল ডেস্ক তৃণমূলের

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here