কলকাতা: ৩ ডিসেম্বর, শনিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা করার কথা ছিল অভিষেক ব্যানার্জির নির্বাচনী ক্ষেত্র ডায়মন্ড হারবারে। সেই সভার অনুমোদন বাতিল করল কলকাতা হাইকোর্ট। মাঠের সমস্যা থাকায় তাঁর সভা বাতিল হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, কাঁথিতে শুভেন্দুর বাড়ির কাছেই সভা করার কথা অভিষেকের। অন্যদিকে ঐ দিনেই ডায়মন্ড হারবারে সভা করতে চেয়েছিলেন শুভেন্দু। কিন্তু শুভেন্দুর সভার অনুমোদন দিল না হাইকোর্ট।