নওগাঁর আত্রাইয়ে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কমর্সূচি প্লাস প্রকল্পের উদ্বোধন

    151
    0

    কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে 2022-23 অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্লাস(ইজিপিপি+)এর কাজ বাস্তবায়নে আটটি ইউনিয়নে চল্লিশটি প্রকল্পে নিয়োজিত এক হাজার পাঁচ জন উপকার ভোগীর মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে পাঁচুপুর ইউনিয়নে মধুগুড়নই গ্রামে করবস্থানের রাস্তার উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (ভারপ্রাপ্ত) পিআইও মোঃ মেহেদি হাসান, পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম, ইউপি সদস্য মোঃ আব্দুল হাকিম শেখ, সাংবাদিক কামাল উদ্দিন টগর, জাতীয় শ্রমিক লীগ আত্রাই শাখার সভাপতি আব্দুস ছালাম প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার উদ্বোধন কালে উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্লাস(ইজিপিপি+) সরকারের একটি মহতী উদ্যোগ। এ কর্মসূচি বাস্তবায়নে কোনও ধরণের অনিয়ম করা যাবে না। অনিয়মকারী যে হোক না কেন, ছাড় দেওয়া হবে না।

    Previous articleপাঁচপোতায় প্রকাশ্যে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন চলছে রমরমিয়ে
    Next articleঅভিনেতা বিক্রম গোখলে প্রয়াত

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here