যুগলের গোপন ভিডিও ফাঁস হওয়ায় আত্মঘাতী যুবক

    216
    0

    ময়নাগুড়ি: প্রেমিক-প্রেমিকার গোপন ভিডিও ফাঁস। সেই কারণে মৃত্যুর আগে ভিডিও বানিয়ে আত্মঘাতী প্রেমিক। গত বুধবার নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল বছর কুড়ির যুবক অসীম অধিকারী। প্রেমিক প্রেমিকার গোপন ভিডিও মোবাইল থেকে ছড়িয়ে পড়ায় হীনমন্যতায় ভুগছিল প্রেমিক। জানা গিয়েছে, আমগুড়ি এলাকার এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল অসীমের। অবশেষে আত্মহত্যার পথ আত্মঘাতী হল ওই প্রেমিক যুবক। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের চুরা ভান্ডার এলাকায়। কিছু গোপন ভিডিও কোনও কারণে তার বন্ধুদের হাতে চলে যায়। কালীপুজোর আগে সেই ভিডিও ক্রমশ ভাইরাল হতেই হতাশায় ভুগতে থাকে প্রেমিক অসীম। অবশেষে বুধবার সন্ধ্যায় নিজের ঘরেই আত্মঘাতী হয় সে। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর মৃতদেহ বাড়ি নিয়ে যায় মৃতের পরিবার। মৃত্যুর আগে মোবাইল ফোনে ভিডিও করে সেই সমস্ত বন্ধুদের নাম উল্লেখ করে কান্নায় ভেঙে পড়েছিল। এমনকি তার বাবাকে তাদের কঠোর শাস্তির দাবি তোলে সেই যুবক। সেই মতো আজ ময়নাগুড়ি থানায় ওই এলাকার চার যুবকের নামে অভিযোগ জমা করেন মৃত অসীমের বাবা প্রফুল্ল অধিকারী। ময়নাগুড়ি থানা সূত্রে জানা গিয়েছে, চারজনের মধ্যে তিনজন যুবককে আটক করা হয়েছে। নির্দিষ্ট মামলায় তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।

    Previous articleসুশাসন ত্রিপুরা
    Next articleডিসেম্বরে জোকা-তারাতলা মেট্রো

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here