আমেরিকায় দুই যুদ্ধ বিমানের সংঘর্ষ, মৃত ৬

    207
    0

    ডালাস, ১৩ নভেম্বর: এয়ার শো চলাকালীন দুটি বিমানের সংঘর্ষ। গতকাল ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। শনিবার এখানকার টেক্সাসের ডালাস বিমান বন্দরে বোয়িং বি-১৭ বম্বার ও বেল পি ৬৩ কিংকোবরার আকস্মিক সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে ছিন্নভিন্ন হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের এই যুদ্ধ বিমান দুটি। এই দুই যুদ্ধ বিমানের অনভিপ্রেত সংঘর্ষে মৃত্যু হয়েছে ছয় জন মার্কিন সেনা কর্মীর।

    Previous article“দেউলিয়া”
    Next articleরাজস্থানে রেললাইনে বিস্ফোরণ

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here