নদীয়া: নবদ্বীপের ঐতিহ্য মন্ডিত লোক উৎসব রাস। দেশের ৭৫তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় করতে নবদ্বীপের রাস উৎসবে বড় চমক নবদ্বীপ স্টেশন রোডের মহিলা পরিচালিত নটরাজ পূজা কমিটির। এই উৎসবকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন ক্লাব ও বারোয়ারী পূজা কমিটিগুলির ব্যস্ততা।
বর্তমানে দর্শনার্থীদের মন কাড়তে লেগেছে আধুনিকতার ছোঁয়া। শুরু হয়েছে বিভিন্ন থিমের পুজো। তেমনই দেখা গেল মহিলা পরিচালিত সর্বজনীন নটরাজ পূজা কমিটি প্রস্তুতির মধ্যে।
এবছর তাঁদের ভাবনায় থাকছে, ভারতের স্বাধীনতার ৭৫ পূর্তি তথা দেশের অমৃত মহোৎসব পালন। এবারে তাদের থিমের নাম ‘ভারত ভাগ্য বিধাতা’। যেখানে থাকছে একটি বৃহদাকারে জাতীয় পতাকা। থাকছে ভারত মাতার প্রতিকৃতি সহ দেশের স্বাধীনতা সংগ্রামীদের আত্ম বলিদানের কথা। সঙ্গে থাকবে দেশের স্বাধীনতা বিষয়ক বিভিন্ন তথ্যচিত্র। এছাড়া স্বাধীনতার পর থেকে শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিক সহ বিভিন্ন ক্ষেত্রে যারা দেশের নাম উজ্জ্বল করেছেন। দেশকে বিশ্বের দরবারে সন্মানিত করেছেন, তাঁদের বিষয়েও বিভিন্ন চিত্রপট।