মানালি, ৫ নভেম্বর: প্রয়াত হলেন স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যামসরণ নেগি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৬ বছর। তিনি হিমাচল প্রদেশের কিন্নর জেলার বাসিন্দা। পেশায় হিমাচলের কালপা এলাকার একটি স্কুলের শিক্ষক ছিলেন।
জানা গিয়েছে, ১৯১৭ সালের ১ জুলাই শ্যাম সরণ নেগি জন্মগ্রহণ করেন। ১৯৫১ সালে ৩৪ বছর বয়সে দেশে প্রথম ভোট দেন তিনি। তারপর থেকে তিনি নিয়মিত ভোট দিয়ে আসছেন। এমনকি শতায়ু শ্যামসরণ গত ২ নভেম্বরও হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন। তবে এই ঐতিহাসিক ব্যক্তিত্ব এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে বাড়িতেই ভোট দেন তিনি।







