কানাডা, ১ নভেম্বর: রম্ভার গাড়ি দুর্ঘটনার কবলে। জানা গিয়েছে, অভিনেত্রী গাড়ি করে তার বাচ্চাদের স্কুলে পৌঁছাতে যাচ্ছিলেন। সেসময় তাঁর গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। গুরুতর আঘাত পেয়েছেন অভিনেত্রী রম্ভার কন্যা শাসা।
তিনি দুর্ঘটনার কবলে পড়া দুমড়ানো গাড়ি ও তাঁর কন্যা শাসার ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে শুয়ে আছে আহত শাসা। ছবির ক্যাপশনে লিখেছেন আচমকা একটি গাড়ি এসে তাঁদের গাড়িতে ধাক্কা মারে। কমবেশি সবাই আঘাত পেয়েছে। তবে শাসার আঘাত গুরুতর। সেজন্য তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল।