বাগডোগরায় ত্রিহানা চা বাগানে উদ্ধার হাতির শাবক

    210
    0

    বাগডোগরা: বাগডোগরায় ত্রিহানা চাবাগানে আটকে পড়ল হাতির শাবক। শাবক দেখতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। ঘটনাস্থলে বাগডোগরা বনদপ্তর ও টুকরিয়া বনদপ্তরের কর্মীরা। উপস্থিত বাগডোগরা থানার পুলিশ। জানা গিয়েছে, গতরাতে কোনওভাবে একটি হাতির শাবক দলছুট হয়ে ত্রিহানা চা বাগানে আটকে পড়ে। সকালে উঠে চা বাগানের শ্রমিকরা হাতির শাবকটিকে দেখতে পায়। এদিকে হাতির শাবকের কথা চাউর হতেই আশেপাশের প্রচুর লোক শাবকটিকে দেখতে ভিড় জমায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে জঙ্গলে ফেরায় বনদপ্তর। তবে চারিদিকে লোকজন ঘিরে থাকার ফলে শবকটিও দিগবিদিক জ্ঞানশূণ্য হয়ে ছোটাছুটি করতে থাকে। ফলে লোকজন সরিয়ে হাতিটিকে জঙ্গলে ফেরাতে হিমশিম খেতে হয় বনদপ্তরকে।

    Previous articleভূপালে ফের গ্যাস লিক, শিশু সহ অসুস্থ ১৫
    Next articleগুরাটের মরভি ব্রিজ ভেঙে মৃত ৬০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here