কলকাতা, ২৭ সেপ্টেম্বর: প্রাথমিকে নিয়োগে দুর্নীতি। এবার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ। এজন্য কড়া পদক্ষেপ নিতে চলেছে হাইকোর্ট। ২০১৪ টেট পরীক্ষার প্রায় ১২ লক্ষের বেশি উত্তরপত্র নষ্ট করা হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে কঠোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ঘটনার জন্য সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, এই ঘটনার জবাবদিহির জন্য প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভটাচার্যকে জরুরি ভিত্তিতে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দিল আদালত। আজ মঙ্গলবার রাত ৮টার মধ্যে হাজির হতে হবে তাঁকে।