শিলিগুড়ি, ২৫ সেপ্টেম্বর: ইলেক্ট্রনিক্স ব্যবসার আড়ালে ভারতীয় সেনাবাহিনীর তথ্য পাচার পাকিস্তানে। এই অভিযোগে তথ্যপ্রমাণ সহ শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয় পীর মহম্মদকে। বাজেয়াপ্ত করা হয়েছে তার ফোন ও ল্যাপটপ। জানা গিয়েছে, পীর মহম্মদ একজন ভারতীয় হয়েও বেশ কয়েক বছর ধরে এই কাজ করে যাচ্ছিল। গোটা উত্তরবঙ্গ জুড়ে ইলেক্ট্রনিক্স ব্যবসার আড়ালে এই কাজ করছিল সে। এজন্য সে তথ্য সংগ্রহের জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেনাবাহিনীর বেশ কয়েকজন ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় বলে সূত্রের খবর। ৩৯ বছর বয়সী পীর মহম্মদ সে সবার কাছে পরিচিত ছিল সমীরদা নামে। টাকার বিনিময়ে উত্তরবঙ্গে সেনাবাহিনীর গতিবিধির ছবি তুলে রাওয়ালপিন্ডিতে আইএসআইকে সরবরাহ করত। বিনিময়ে পেত হাজার হাজার টাকা।