সংকল্প দে, ২২ সেপ্টেম্বর: ফের রাণীডাঙ্গা বাজার নিয়ে উত্তাল ব্যবসায়ীরা। জানা যায়, আজ অর্থাৎ বৃহস্পতিবার নেতাজি মিনিমার্কেটের সকল ব্যবসায়ীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। ব্যবসায়ীরা জানান, গত দুই বছর করোনার কারণে রাণীডাঙ্গা বাজার থেকে নেতাজি মিনি মার্কেট সরিয়ে নেওয়া হয়েছিল। সেই কারণে ওই মিনি মার্কেটের সকল ব্যবসায়ী কালারাম স্কুলের সামনে বাজার বসায়। কিন্তু, করোনা পরিস্থিতি ঠিক হওয়ার দরুন সেই মার্কেট এখন ওখান থেকে সরিয়ে ফেলার কথা বলেছে প্রশাসন। সেটা নিয়েই আজ সকল ব্যবসায়ী বিক্ষোভ করে। সেই কারণে পথ চলতি সকল সাধারন মানুষের অনেক ভোগান্তির স্বীকার হতে হয়। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।