নিজেস্ব সংবাদদাতা, কলকাতা, ২৭ জুলাই: অর্পিতার বেলঘরিয়ার রথতলার ফ্ল্যাট থেকে ফের কোটি কোটি টাকা উদ্ধার। সর্বশেষ পাওয়া খবরে উদ্ধার হয়েছে প্রায় ২০ কোটি টাকা।তবে টাকা গোনার প্রক্রিয়া এখনও চলছে বলে জানা গিয়েছে।অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে এর আগে উদ্ধার হয়েছিল ২১ কোটি ৯০ লক্ষ টাকা। আজ ফের বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়। এই ঘটনায় নতুন করে রাজ্য জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ব্যাঙ্ককর্মীরা ৫টি মেশিন দিয়ে টাকা গুনছেন। টাকার আনুমানিক পরিমান ৩০ কোটি ছাড়িয়ে যাবে বলে অনুমান ইডি কর্তাদের। উল্লেখ্য, এই আবাসনে দু’টি ফ্ল্যাট রয়েছে অর্পিতার।
এদিকে এই ঘটনা সামনে আসতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইট করে লেখেন, ‘টান টান উত্তেজনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কে জিতবে, বেলঘরিয়া না টালিগঞ্জ? টাকা উদ্ধারে ‘এগিয়ে বাংলা’ ! পেঁয়াজের খোসা ছাড়ানো চলছে, চোখ রাখুন টিভির পর্দায়।’ ঘটনা প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র বলেছেন, ‘এই ঘটনা খুবই উদ্বেগজনক। দল পুরো ঘটনার উপর নজর রাখছে। সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে।’
প্রসঙ্গত, বুধবার দুপুরে বেলঘরিয়ার এই ফ্ল্যাটে আসেন ইডির আধিকারিকরা। ফ্ল্যাটের তালা ভেঙে ঘরে ঢোকেন ইডি-র আধিকারিকরা। তাঁরা সিজিও কমপ্লেক্সে খবর পাঠান ফ্ল্যাটে ঢোকার আধ ঘণ্টার মধ্যেই । এরপর ইডির পদস্থ আধিকারিকরা আসেন সিজিও থেকে। সেখানে আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। বিকেলে সেখানে হদিশ মেলে আরও বিপুল পরিমাণ টাকা। এরপর জানা যায়, একের পর এক আলমারি ভেঙে গোয়েন্দারা টাকা পেয়েছেন সেখানে।